প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায্যতা প্রতিষ্ঠার আন্দোলনের ৪০ বছর উদ্‌যাপন উপলক্ষ্যে আপনার গল্প বলে (শেয়ার করে) আমাদের সহায়তা করুন।

২০২৫ সাল এডিডি ইন্টারন্যাশনালের জন্য একটি বিশেষ বছর, কারণ এ বছর আমরা এর ৪০তম জন্মদিন (প্রতিষ্ঠা বার্ষিকী) উদ্‌যাপন করতে যাচ্ছি।

প্রতিবন্ধিতার ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য বিশ্ব সম্প্রদায়ের (গ্লোবাল কমিউনিটি) নিবেদিতপ্রাণ কর্মী এবং অনুপ্রাণিত সহায়তাকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে অগ্রগামী এবং অধিকতর অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে আমরা গত চার দশক যাবৎ একসঙ্গে কাজ করে আসছি।

প্রতিবন্ধিতার ন্যায্যতা প্রতিষ্ঠার আন্দোলনের পরিক্রমায় বিশ্বজুড়ে যে সব চমৎকার সোচ্চার কণ্ঠের মাধ্যমে আমরা যে রূপ দিতে সক্ষম হয়েছি, এই উৎসবে তাঁদের শ্রদ্ধা জানাতে চাই। 

সম্মিলিত গল্পের সংকলনের জন্য এশিয়া ও আফ্রিকার কর্মী থেকে শুরু করে যুক্তরাজ্যের সহায়তাকারীদেরও গল্প ও অভিজ্ঞতা জানা গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের কথা শুনতে চাই। আপনাদের গল্প এবং ভবিষ্যতে প্রতিবন্ধিতার ন্যায্যতার জন্য অনুপ্রেরণামূলক কাজের মাধ্যমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি, আসুন আমরা তা একসঙ্গে উদযাপন করি।


এটি যেভাবে কাজ করবে।. 


প্রথমে সম্মতি দিন।

আপনার গোপনীয়তাকে আমরা শ্রদ্ধা করি এবং আপনার গল্প বা কথা বলার পূর্বে, আমরা চাই আপনি সম্মতিপত্রটি পড়ুন এবং আপনার গল্প ও ছবি প্রদানের জন্য এতে আপনি সম্মত কিনা তা যাচাই করে দেখুন।

আমাদের সম্মতিপত্রটি পড়ুন। 

এডিডি ইন্টারন্যাশনাল কর্তৃক বিভিন্ন ধরনের যোগাযোগ তথ্যপত্র প্রণয়ন করে বিতরণ করা হয়েছে যাতে বিশ্বব্যাপী সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের কাজ সম্পর্কে বুঝতে পারে।

আমাদের যোগাযোগ ব্যবস্থায় যাদের সঙ্গে কাজ করেছি তাদের বাস্তব অভিজ্ঞতা অন্যদের জানাতে চাই যাতে আমাদের কাজের মাধ্যমে যে পরিবর্তন প্রদর্শিত হচ্ছে বা দৃশ্যমান হযেছে তা তাঁরা বুঝতে পারে। আপনার সম্মতিসহ গল্পটি শেয়ার করুন এবং পরবর্তী পাঁচ বছরের জন্য আমাদের যোগাযোগ তথ্যপত্রের জন্য ব্যবহার করার অনুমতি দিন। 

আপনার নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকারযোগ্য। আপনার ছবি ও গল্প জনসমক্ষে প্রকাশ করলে আপনার ইতিবাচক জীবনের বা ভালো থাকার ক্ষেত্রে কোন ঝুঁকি আছে কিনা অনুগ্রহ করে বিবেচনা করবেন। আমাদের এই কাজে অংশগ্রহণ করা আপনার জন্য বাধ্যতামূলক নয়। আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আপনি আপনার গল্প শেয়ার করলেও যে কোনো সময় আপনার তা প্রত্যাহার করতে পারবেন। আপনার গল্প শেয়ার করে যদি আপনি খুশি হতে না পারেন এবং প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন তাহলে নিচের ইমেইলে যোগাযোগ করুন:    communications@add.org.uk   

আমার গল্প কাদের জানানো হবে বা কাদের সঙ্গে শেয়ার করা হবে? এডিডি ইন্টারন্যাশনাল-এর সহযোগিতাকারী, অন্যান্য দাতা সংস্থা, সেবাপ্রদানকারী এবং নিজ নিজ এলাকা, অঞ্চল, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে এডিডি ইন্টারন্যাশনাল যোগাযোগ উপকরণ হিসেবে শেয়ার করবে। এডিডি ইন্টারন্যাশনাল-এর বিশ্বব্যাপী অসংখ্য সমর্থক বা অনুসারি (অডিয়্যান্স) রয়েছে এবং কারা তা দেখবে বা পড়বে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই অনুগ্রহ করে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী (অডিয়্যান্স) আপনার নিরাপত্তার ঝুঁকি কিনা তা চিন্তা করুন। আপনার কাছ থেকে যে তথ্য সংগ্রহ করা হবে তা নিরাপদে সংরক্ষণ করা হবে এবং সে সবে কেবল এডিডি ইন্টারন্যাশনাল অনুমোদিত স্টাফদের প্রবেশাধিকার থাকবে। সব ফাইলের কোড নাম্বার দিয়ে পৃথকভাবে সংরক্ষণ করা হবে অথবা অন্য কোনো নাম বা শনাক্তকরণ চিহ্ন দেওয়া হবে। আপনার প্রদত্ত উপাত্ত পাঁচ বছরের বেশি সময় সংরক্ষণ করা হবে না।